সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জ পুলিশ লাইন্স মেসে উন্নত মানের খাবারের ব্যবস্থা করলেন এসপি রাসেল শেখ

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স মেসে উন্নত মানের খাবারের ব্যবস্থা করলেন এসপি রাসেল শেখ

নিজস্ব সংবাদদাতা : আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা ও সড়কে শৃঙ্খলাসহ অনেক দায়িত্ব পালন করতে হয় পুলিশ সদস্যদের। এছাড়াও মানুষের সবচেয়ে কাছ থেকে মাঠ পর্যায়ে কাজ করে বাংলাদেশ পুলিশ। সবকিছুর নিরাপত্তাসহ সবার আগেই পাশে থাকে পুলিশ। পুলিশ সদস্যদের পরিশ্রমের কথা চিন্তা করেই পুলিশ লাইন্স মেসে তিনবেলা উন্নত মানের খাবারের ব্যবস্থা করলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ।

চলতি বছরের ১৮ আগস্ট কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) যোগদান করেন। যোগদানের পরপর প্রথমেই তিনি পুলিশ লাইন্স মেসে তিনবেলা উন্নত মানের খাবার চালু করেন। সেপ্টেম্বর মাসের শুরু থেকে প্রতিদিন সকালে রুটি, ডিম, সবজি ও কলা আর সপ্তাহে একদিন রয়েছে ভুনা খিচুড়ি। আর প্রতিদিনের দুপুরের মেনুতে রয়েছে ভাত, মিক্সড সবজি, গরুর মাংস ছাড়াও সপ্তাহে একদিন খাসির মাংস ও মুরগীর মাংস। রাতের মেনুতে রয়েছে ভাত, মাছ, ডাল ও দুধ।

এ বিষয়ে কয়েকজন পুলিশ সদস্য জানান, আমাদের খাবারে মান অনেক উন্নত হয়েছে। এমন খাবার আমরা এর আগে পাইনি। আগে সকালের খাবার মানেই ছিল ভাত, আলু ভর্তা ও ডাল। আর দুপুরে ভাত, সবজি, মাছ ও ডাল আর সপ্তাহে দুই দিন মাংস। রাতে আবার সেই মাছ পাতলা ডাল আর সবজি।

তারাও আরো জানান, একটি পুলিশ পরিবারে রেশনের সুবিধা একাধিক থাকলেও একজন পুলিশ সদস্যের রেশন সুবিধা থেকেই ওই পরিবারের একাধিক সদস্যদেরও উন্নত মানের খাবার দেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) জানান, জেলা পুলিশের কর্মকর্তারা মিলে আমরা চেষ্টা করছি প্রত্যেক পুলিশ সদস্যের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করতে এবং সেসব মাঠ পর্যায়েও যথা সময়ে খাবার পৌঁছে দিচ্ছি। এছাড়াও যতদিন জেলায় আছেন কর্মরত আছেন এমন উন্নত মানের খাবারের ব্যবস্থা চালু থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *