সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ভৈরব রেলওয়ে স্টেশনে দু’দিন উন্মুক্ত থাকবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’

ভৈরব রেলওয়ে স্টেশনে দু’দিন উন্মুক্ত থাকবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’

রাজীবুল হাসান : কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে প্রদর্শনের জন্য দুদিন থাকবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’।

ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভৈরব স্টেশনে আসে রেল জাদুঘরটি। শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের দেখার জন্য রোববার রাত 8টা পর্যন্ত স্টেশনের তিন নাম্বার প্লাটফর্মে অবস্থান করবে এটি।

ভৈরব স্টেশন মাস্টার মো. নুরনবী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ ধরনের আয়োজন করেছে। জাদুঘরটি তথ্যবহুল ও মনোমুগ্ধকর ১২টি পৃথক চিত্র এবং দুর্লভ আলোকচিত্রের সমন্বয়ে সাজানো হয়েছে। কোচকে সর্বোচ্চ আধুনিক প্রযুক্তিতে সাজানো হয়েছে।

তিনি আরও বলেন, জাদুঘরটিতে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতার ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, সংগ্রামী ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। সাধারণ দর্শনার্থীরা টাচ স্ক্রিনে আঙুল স্পর্শ করতেই ভেসে আসবে বঙ্গবন্ধুর ছবি, ভাষণ, তার জীবনের নানা দিক-নির্দেশনা। প্রায় দেড় বছর সময় ধরে এটি তৈরি করা হয়েছে। প্রান্তিক মানুষের কাছে জাতির পিতার ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের জন্য এটি উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *