সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ভৈরবে মেঘনা হোটেলে সিলভার কার্পকে রুই বলে বিক্রি, জরিমানা ৫০ হাজার টাকা

ভৈরবে মেঘনা হোটেলে সিলভার কার্পকে রুই বলে বিক্রি, জরিমানা ৫০ হাজার টাকা

রাজীবুল হাসান, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সিলভার কার্প মাছকে রুই বলে বিক্রির দায়ে এক হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও চারটি হোটেল মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (৩১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মেঘনা হোটেলে কাস্টমারদের রুই মাছ বলে সিলভার কার্প দেওয়া হচ্ছে এবং ভাত থেকে দুর্গন্ধ আসছে। এমন অভিযোগের প্রমাণ পাওয়ায় হোটেল মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযান চালিয়ে হোটেল রোমানকে ১০ হাজার, ঝিলিককে ১০ হাজার এবং দুর্জয় মোড়ের আড়িয়ান হোটেলকে তিন হাজার ও ভৈরব হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ বলেন, বাসস্ট্যান্ড এলাকায় যেসব হোটেল রয়েছে তাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত দামে খাবার বিক্রি করা হচ্ছে। এছাড়া সিলভার কার্প মাছকে রুই মাছ বলে যাত্রীদের খাওয়ানো হচ্ছে। এতে যাত্রীরা প্রতারিত হচ্ছেন। এ ধরনে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *