সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / শিশু-কিশোরদের বই পড়ায় মনোযোগ হওয়ার আহবান জানিয়েছেন এমপি তৌফিক

শিশু-কিশোরদের বই পড়ায় মনোযোগ হওয়ার আহবান জানিয়েছেন এমপি তৌফিক

টিটু দাস : শিশু-কিশোরদের বই পড়ায় মনোযোগ হওয়ার আহবান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এমপি তৌফিক বলেন, বর্তমান যুগের শিশু-কিশোর ও যুবকরা মোবাইল ছাড়া কিছুই বুঝে না। তারা যদি একসাথে পাঁচজন বসে থাকে তখনো নিজেরা নিজেরা মোবাইল টিপাটিপিতে ব্যস্ত থাকে এবং পাশাপাশি বসেও মুখে কথা না বলে মোবাইলে মেসেজ পাঠায়। এভাবে চলতে থাকতে শিশু-কিশোররা বই পড়া ভুলে যাবে। মোবাইল ব্যবহার কমিয়ে শিশু-কিশোরদের বই পড়ায় মনোযোগ হওয়ার আহবান জানান।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সমবায় কমিউনিটি সেন্টারে তিনদিন ব্যাপী ১৮তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“বজ্রকণ্ঠে ছড়ার ডাক, সাম্প্রদায়িকতা নিপাত যাক” এই প্রতিপাদ্যে তিনদিন ব্যাপী ১৮তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার সভাপত্বিত করেন ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহবায়ক আহমেদ উল্লাহ।
এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকারসহ দেশ-বিদেশের বিভিন্ন ছড়াকার ও কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *