সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মিঠামইনে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন এমপি তৌফিক

মিঠামইনে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন এমপি তৌফিক

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের খৈশর গ্রামটি নদী ভাঙ্গনের কবল থেকে বাঁচাতে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাটখাল ইউনিয়নের খৈশর গ্রামটি কালনী নদীর ভাঙ্গন রোধে ৬০ লাখ টাকার জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয় । এ কাজের বাস্তবায়ন করছেন কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের মিঠামইন উপ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব ও পানি উন্নয়ন বোর্ডের মিঠামইন সেকশনের শাখা কর্মকর্তা জোবায়ের ইবনে মোস্তফাসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *