সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / হাওরে মৎস্য গবেষণা ইনস্টিটিউট করা হবে : মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম

হাওরে মৎস্য গবেষণা ইনস্টিটিউট করা হবে : মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম

নিজস্ব সংবাদদাতা : হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদকে অর্থনৈতিক সম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম বলেছেন, কিশোরগঞ্জের হাওরে অচিরেই একটি মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করা হচ্ছে।

তিনি বলেন, হাওরে রুপালী সম্পদের খনি হিসেবে পরিচিত মৎস্যসম্পদ উন্নয়নে কোল্ড স্টোরেজ নির্মাণসহ, পরিবহন ব্যবস্থা উন্নতকরন ও মৎস্য থেকে মৎস্যজাতীয় পণ্য তৈরির নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে জেলার হাওর উপজেলা মিঠামইনে উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় আয়োজিত অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ,মৎস্য গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পরে মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে অবস্থিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়ি ঘুরে দেখেন মন্ত্রী।

তারপর বিকেলে হাওরের অলওয়েদার সড়ক ঘুরে দেখেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *