সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / সুপ্রিম কোর্টে বিচারপতি আমির হোসেনের জানাজা সম্পন্ন

সুপ্রিম কোর্টে বিচারপতি আমির হোসেনের জানাজা সম্পন্ন

হাওর বাংলা ডেস্ক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি ও কিশোরগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিচারপতি আমির হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়।

বিচারপতি আমির হোসেনের জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ আইনজীবীরা।

জানাজার আগে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। এছাড়া প্রয়াত বিচারপতি আমির হোসেনের ছেলে মোসাব্বির হোসেন রাফিও বক্তব্য দেন।

এর আগে মঙ্গলবার সকাল ০৭টা ৫৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মারা যাওয়ার খবরটি জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

বিচারপতি আমির হোসেন ১৯৫৭ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জের নিকলীতে জন্ম গ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ও এল এল এম ডিগ্রি অর্জনের পর ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি বিচার বিভাগে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ২০০৯ সলের ৬ মে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান তিনি।

গাজীপুর জেলা জজ থাকা অবস্থায় তিনি ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সবশেষে ২০১৭ সালের ১১ অক্টোবর বিচারপতি আমির হোসেনকে আন্তর্জাতিক পরাধ ট্রাইব্যুনাল-১ এ সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *