সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মিঠামইনে শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ

মিঠামইনে শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা : চারিদিকে পানি আর পানি। হাওরের মাঝখানে গ্রাম। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার এই গ্রামটির সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের রাষ্ট্রপতির নাম। গ্রামের নামই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পল্লী। তিনি মিঠামইনের কৃতীসন্তান। মূলত তাঁর উদ‌্যোগই ভূমিহীনদের জন‌্য এই গ্রামটি নতুন করে সৃজন করা হয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ পল্লীতে এখন আবার নতুন করে শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের বাড়িঘর নির্মাণ। এ পর্যন্ত এখানে ৬৯টি ঘর নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বারাদ্দ দেয়া হয়েছে। নির্মিত হচ্ছে আরো কুড়িটি ঘর।

এ অবস্থায় করোনাকালে এখানকার গরিব মানুষগুলো কেমন আছে, শুক্রবার তা দেখতে গিয়েছিলেন স্থানীয় সংসদ সদস‌্য রেজওয়ান আহম্মদ তৌফিক। সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, মিঠামইনের ইউএনও প্রভাংশু সোম মহান, মিঠামইন সদর ইউপি চেয়ারম‌্যান শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণবসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ‌্যমান‌্য লোকজন।

পরে সেখানে নতুন করে আশ্রয় পাওয়া পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ‌্যসামগ্রী বিতরণ করা হয়।

তারপর রাষ্ট্রপতি আবদুল হামিদ পল্লীতে দুইশো বৃক্ষরোপণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *