সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জের হাওরে দু’টি পুলিশ ক্যাম্পের উদ্বোধন

কিশোরগঞ্জের হাওরে দু’টি পুলিশ ক্যাম্পের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওর এলাকায় অস্থায়ী দু’টি পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ মে) দুপুরে পুলিশ ক্যাম্প দু’টি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এস.এম আজিজুল হক, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী, অষ্টগ্রাম থানার ওসি-তদন্ত রাশেদ, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দরী বাচ্চু, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহীম মিয়াসহ অন্যান্যরা।

হাওরের সারা বছর চলাচলের উপযোগী নতুন সড়কে (ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত) জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অস্থায়ীভাবে দু’টি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এর মধ্যে মিঠামইন উপজেলার শান্তিপুর এলাকায় (ছিলনি সেতু সংলগ্ন) একটি ক্যাম্প এবং অপরটি অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের জিরো পয়েন্টে ভাতশালা পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
প্রতিটি ক্যাম্পে পুলিশের একজন করে উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে ১৬ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

উদ্বোধন শেষে অষ্টগ্রাম সার্কেল অফিসের জন্য একটি গাড়ি, দুই ক্যাম্পে দুইটি পিকআপ, একটি স্পীড বোট ও দুইটি ইঞ্জিন চালিত নৌকা দেওয়া হয় ।

পরে বিকেলে এমপি তৌফিক অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নাজিরপুরের নদী ভাঙ্গন প্রতিরোধে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলার কাজ ও ভাটিনগর গ্রাম অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেন।
এরপর অষ্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলার উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *