সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মিঠামইনে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২, গুরুতর আহত ১

মিঠামইনে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২, গুরুতর আহত ১

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের মিঠামইনে মাইক্রোবাসের সাথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জন । গুরুতর আহত অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই এক মোটরসাইকেল আরোহী।

আজ রোববার (১৬ মে) বিকাল পৌনে ৬টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে মিঠামইন উপজেলার ঢাকী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার মিজানুর রহমানের ছেলে সনম (২২) ও আনাছ মিয়ার ছেলে রফিকুল (১৯)।

একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে রনি (২৩) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে ইটনা উপজেলার দিক থেকে একটি মাইক্রোবাস মিঠামইন উপজেলার দিকে যাচ্ছিল। অন্যদিকে দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে ইটনা উপজেলার দিকে যাচ্ছিল।

মিঠামইন উপজেলার ঢাকী ব্রিজ ও মামুদপুর এলাকার মধ্যবর্তী স্থানে মোটরসাইকেল দুটির সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটিকে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে । পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে কিশোরঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । কিন্তু অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিকুল মারা যায় ।

মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একজন মারা গেছে এবং গুরুতর আহত দুইজনকে পুলিশের গাড়ি দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *