সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / প্রাণেশ কুমার চৌধুরী স্যার ফোনে নিয়মিত আমার খোঁজ খবর নিতেন : এমপি তৌফিক

প্রাণেশ কুমার চৌধুরী স্যার ফোনে নিয়মিত আমার খোঁজ খবর নিতেন : এমপি তৌফিক

নিজস্ব সংবাদদাতা : প্রথিতযশা শিক্ষাবিদ-সাহিত্যিক প্রফেসর প্রাণেশ কুমার চৌধুরী স্যার ফোনে নিয়মিত আমার খোঁজ খবর নিতেন এক শোক বার্তায় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব কথা বলেন।

শোক বার্তায় এমপি তৌফিক বলেন, আমি যখন গুরুদয়াল সরকারি কলেজে ইন্টারমিডিয়েট এবং ডিগ্রিতে লেখাপড়া করি। তখন থেকেই স্যার আমাকে অনেক পছন্দ করতেন ও ভালবাসতেন। কখনো কলেজে উপস্থিত হতে না পারলে সহপাঠীদের কাছ থেকেও আমার খোঁজ খবর নিতেন। এছাড়া স্যার আপনার কণ্ঠে আদরের তৌফিক ডাকটা এখনো কানে বাজে।। আপনার চলে যাওয়াটা খুব কষ্টের। ওপারে শান্তিতে থাকুন, স্যার।
স্যার শুধু আমার শিক্ষক ছিলেন না, আমার বাবা (বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ) এর শিক্ষক ছিলেন।

এক শোক বার্তায় এমপি তৌফিক প্রফেসর প্রাণেশ কুমার চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার সেগুনবাগিচায় ছেলের বাসায় গুরুদয়াল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, প্রথিতযশা শিক্ষাবিদ-সাহিত্যিক প্রফেসর প্রাণেশ কুমার চৌধুরী (৮১) পরলোকগমণ করেছেন ।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, দেশ-বিদেশে অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *