সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / সরাসরি কৃষকদের কাছ থেকে ১৫ লক্ষ টন ধান ক্রয় করবে সরকার: মিঠামইনে কৃষিমন্ত্রী

সরাসরি কৃষকদের কাছ থেকে ১৫ লক্ষ টন ধান ক্রয় করবে সরকার: মিঠামইনে কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : সরাসরি কৃষকদের কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টন ধান ক্রয় করবে সরকার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ।

আজ রোববার (২৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাধরের হাওরে বোরো ধান কর্তন উৎসবে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে এসব ধান ক্রয় করা হবে এবং কৃষক নির্ধারণে রাজনৈতিক প্রভাব না পড়ে সেজন্য লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ করা হবে।

পরে কৃষিমন্ত্রী কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেন এবং হারভেস্টার মেশিনে ধান কাটা পরিদর্শন করেন।

মিঠামইন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত এ উৎসবে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, ব্রি মহাপরিচালক ড. শাহজাহান কবীর, বারি মহাপরিচালক ড. নাজিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. ছাইফুল আলম, মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ মো. শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *