সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / অনুমোদনহীন মানিক বিড়ি ফ্যাক্টরীতে অভিযান, মালামাল ধ্বংস

অনুমোদনহীন মানিক বিড়ি ফ্যাক্টরীতে অভিযান, মালামাল ধ্বংস

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে অনুমোদনহীন নকল মানিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব ও জেলা প্রশাসন।

আজ রোববার দুপুর ২ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের শেওড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন মানিক বিড়ি ফ্যাক্টরিতে বিপুল পরিমাণ নিম্নমানের তামাক ও নকল ব্যান্ডরোল পাওয়া যায়। পরে এসব আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় প্রায় ১০ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও র‌্যাব অভিযান পরিচালনা করে একটি অনুমোদনহীন একটি বিড়ি ফ্যাক্টরিতে বিপুল পরিমাণ নিম্নমানের তামাক ও নকল ব্যান্ডরোল পাওয়া গেছে। পরে এসব আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ জানান, অনুমোদনহীন বিড়ি ফ্যাক্টরীতে নিম্নমানের তামাক ও নকল ব্যান্ডরোলের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *