সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / স্বাস্থ্যসচিবের বাড়িতে হামলার বিচার চায় প্রশাসন ক্যাডারদের সংগঠন

স্বাস্থ্যসচিবের বাড়িতে হামলার বিচার চায় প্রশাসন ক্যাডারদের সংগঠন

হাওর বাংলা ডেস্ক : স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নানের গ্রামের বাড়িতে হামলা ও সহকারী কমিশনারকে (ভূমি) লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। তাঁরা এ ঘটনায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। আজ এই কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার রাতে সংগঠনের সভাপতি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ ঘটনার নিন্দা প্রকাশ করে এসব দাবি জানানো হয়। সংগঠনটি মনে করে, এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
বিজ্ঞাপন

গতকাল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চানপুর গ্রামে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নানের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এই সময় সচিবের প্রটোকলের দায়িত্বে থাকা কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

জানা গেছে, স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের প্রয়াত স্ত্রীর নামে তাঁদের পরিবারের সদস্যদের দেওয়া জমিতে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হচ্ছে। স্থানীয় একটি পক্ষ সেটি মেনে নিতে পারেনি। এ জন্যই এই হামলা হয়েছে।

সুত্র : প্রথম আলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *