সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / হাওরের সড়কের প্রতি স্থানীয়দের মায়া বাড়ানোর তাগিদ দিলেন এমপি তৌফিক

হাওরের সড়কের প্রতি স্থানীয়দের মায়া বাড়ানোর তাগিদ দিলেন এমপি তৌফিক

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, হাওরের সড়ক ও সেতু আপনাদের কল্যানের জন্য। তাই এর প্রতি আপনাদের মায়া ও দরদ থাকতে হবে। শুধু সাংসদের দিকে তাকিয়ে থাকলে হবেনা সড়ক ও সেতুর পাশের মাটি সরে গেলে বা কেউ যাতে মাটি তুলে না নিতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে আপনারা যারা স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান ও সদস্যসহ সাধারণ জনগনকে।

আজ বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে হাওরের ইটনা উপজেলায় একটি সেতু উদ্বোধন কালে স্থানীয় জনগণকে উদ্দেশ্য করে এসব কথা বলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এমপি তৌফিক আরও বলেন, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে অলওয়েদার সড়ক ও সাবমার্সেবল সড়কসহ রাস্তা- ঘাটের অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে। সেজন্য সবাইকে সড়কের প্রতি আরও যত্নবান হওয়ার তাগিদ দিয়ে বলেন, এমনও হতে পারে উন্নয়ন প্রকল্প আসতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বা সংস্কার কাজও করা কঠিন হতে পারে। তাই সড়কের প্রতি সবাইকে যত্নবান হতে হবে।

ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড় হাতকবিলা বাজারে ৯৫ মিটার পিএসসি গার্ডার সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এলংজুরী ইউপি-গোপদীঘি ইউপি ভায়া বড় হাতকবিলা সড়কে এ সেতুর নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। এ ব্রিজের কাজ বাস্তবায়ন করছেন ভাটিবাংলা এন্টারপ্রাইজ।

এ সময় বক্তব্য রাখেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. রাশেদুল আলম।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর ফারুকসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *