সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / করিমগঞ্জে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

করিমগঞ্জে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের করিমগঞ্জের গণপূর্ত বিভাগের কর্মচারী আব্দুর রহমান হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সকালে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কাশেম, নজরুল, লিটন, সাত্তার। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলো খোকন, সিরাজ, কান্তু মিয়া ও সাহেদ। আসামীদের বাড়ি করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামে ।

মামলার বিবরণ থেকে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামে বাদী নূরুন্নাহারের বসতঘরে আসামীরা ২০০৬ সনের ২২ এপ্রিল রাত ১টার দিকে ডাকাতি করতে যায়। এ সময় আব্দুর রহমান বাধা দিলে আসামীরা তাকে ছুরিকাঘাত করে এবং ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যায় এবং আহত হয় নূরুন্নাহার ।

এ ঘটনায় নিহতের স্ত্রী নূরুন্নাহার বাদী হয়ে ২৩ এপ্রিল করিমগঞ্জ থানায় ৮জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এএসপি রফিকুল ইসলাম মামলার সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় প্রদান করেন ।

বাদী পক্ষে ছিলেন এড. আবু সাইদ ইমাম এপিপি ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড. অশোক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *