সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ই-নথিতে দেশ সেরা কিশোরগঞ্জ জেলা, উপজেলায় প্রথম ইটনা

ই-নথিতে দেশ সেরা কিশোরগঞ্জ জেলা, উপজেলায় প্রথম ইটনা

নিজস্ব সংবাদদাতা : ই-নথি কার্যক্রমে জেলা পর্যায়ে এ ক্যাটাগরির ২৫টি জেলা প্রশাসকের কার্যালয়ের মধ্যে কিশোরগঞ্জ জেলা সারাদেশে প্রথম স্থান লাভ করেছে।

এছাড়া সারাদেশের ৪৯১টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা।

আইসিটি বিভাগের এটুআইয়ের চলতি বছরের আগস্ট মাসের ই-নথি কার্যক্রমের প্রকাশিত ফলাফলে দেশসেরা হওয়ার এ সাফল্য অর্জন করেছে কিশোরগঞ্জ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. উবায়দুর রহমান সাহেল এ তথ্য জানান।

ই-নথি কার্যক্রমের প্রকাশিত ফলাফলে আরও জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলা দ্বিতীয়, ভৈরব চতুর্থ ও হাওর বেষ্টিত উপজেলা অষ্টগ্রাম সারাদেশে সপ্তম স্থান দখল করেছে। কিশোরগঞ্জ জেলার অন্য উপজেলাগুলোর মধ্যে নিকলী ১২তম, কটিয়াদী ১৪তম, করিমগঞ্জ ১৬তম, বাজিতপুর ১৯তম, কুলিয়ারচর ২১তম, হোসেনপুর ২৯তম, মিঠামইন ৩৮তম, পাকুন্দিয়া ৪৩তম এবং তাড়াইল ৫৬তম স্থান অর্জন করেছে।

এছাড়াও ই-নথি কার্যক্রমে সারাদেশের ৪৭৫টি উপজেলা ভূমি কার্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা ভূমি কার্যালয়। অন্যান্য উপজেলা ভূমি কার্যালয়ের মধ্যে অষ্টগ্রাম দ্বিতীয়, নিকলী সপ্তম, হোসেনপুর ৮ম, বাজিতপুর ১১তম, কুলিয়ারচর ৩৭তম, মিঠামইন ৪৫তম ও ভৈরব ৫২তম স্থান অধিকার করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় এ জেলায় অত্যন্ত সফলভাবে ই-নথি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক সময় ই-নথি কার্যক্রমে এ ক্যাটাগরির ২৫টি জেলার মধ্যে কিশোরগঞ্জের অবস্থান ছিল তলানীতে, সেখান থেকে জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় কিশোরগঞ্জ জেলা আস্তে আস্তে অবস্থানের উত্তরণ ঘটিয়ে আজ ই-নথি কার্যক্রমে দেশসেরা হয়েছে। বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষ যাতে সহজে তাদের সেবাটা পান, সেজন্য জেলার প্রতিটি উপজেলায় ই-নথি কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই ফলস্বরূপ ইটনাসহ জেলার সব উপজেলার এ চমকপ্রদ সাফল্য দেখিয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে কিশোরগঞ্জ। এর আগে গত জুলাই মাসের ফলাফলেও করিমগঞ্জ উপজেলা সারাদেশের মধ্যে ই-নথি কার্যক্রমে প্রথম স্থান অধিকার করেছিল।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, দক্ষতার সঙ্গে তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার সব উপজেলায় অত্যন্ত জোরালোভাবে ই-নথি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর মাধ্যমে সবাই খুব সহজে এবং কম সময়ের মধ্যে সেবা পাচ্ছেন এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পথে আমরা ক্রমেই এগিয়ে যাচ্ছি। এ প্রক্রিয়ার ভেতরে অত্যন্ত দক্ষতা ও সফলতার স্বাক্ষর রেখে ই-নথি কার্যক্রমে আমাদের কিশোরগঞ্জ জেলা সারাদেশের এ ক্যাটাগরির ২৫টি জেলা প্রশাসকের কার্যালয়ের মধ্যে প্রথম স্থান, ইটনা ইউএনওর কার্যালয় এবং ইটনা উপজেলা ভূমি কার্যালয় সারাদেশে প্রথম স্থান অর্জন করে গোটা জেলাবাসীর জন্য সম্মান বয়ে এনেছে, যা অন্যান্য উপজেলাগুলোর জন্য আগামীদিনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *