নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে একদিনে নতুন আরো ৯১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করোনা শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২২ জন, করিমগঞ্জ উপজেলায় ৩ জন, তাড়াইল উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ১ জন, কটিয়াদী উপজেলায় ৫ জন, কুলিয়ারচর উপজেলায় ৬ জন, ভৈরব উপজেলায় ৩৬ জন, নিকলী উপজেলায় ১ জন, ইটনা উপজেলায় ১ জন, মিঠামইন উপজেলায় ১ ও বাজিতপুর উপজেলায় ১৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১৮ জন ও মারা গেছে ২০ জন।
শনিবার (২১ জুন) রাত ১২ টা ২২ মিনিটে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৩ জুন তারিখের ২৪৬ জনের নমুনা মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এবং ১৪ জুন, ১৫ জুন, ১৬ জুন ও ১৭ জুন সংগৃহীত ১৭১ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়।
দু’টি ল্যাব নমুনা পরীক্ষা করে নতুন করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে : কিশোরগঞ্জ সদর উপজেলার ২২৭ জন, হোসেনপুর উপজেলার ২৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৮০ জন, তাড়াইল উপজেলায় ৬৮ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৫২ জন, কটিয়াদী উপজেলায় ৬৬ জন, কুলিয়ারচর উপজেলায় ৮৬ জন, ভৈরব উপজেলায় ৪৬০ জন, নিকলী উপজেলায় ১৮ জন, বাজিতপুর উপজেলায় ৭৭ জন, ইটনা উপজেলায় ২৫ জন, মিঠামইন উপজেলায় ২৮ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৮ জন ।