সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / এবার শোলাকিয়ায় ঈদ জামাত হচ্ছে না : জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী

এবার শোলাকিয়ায় ঈদ জামাত হচ্ছে না : জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী

টিটু দাস : করোনা ভাইরাসের কারনে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবছর ঈদ জামাত হচ্ছে না। গত ১৪ মে ধর্ম মন্ত্রনালয়ের মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক এ বছর শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী ।
জেলা প্রশাসক বলেন, এবার ঈদ জামাত উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাই ধর্ম মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বড় পরিসরে ও উন্মুক্তস্থানে ঈদের জামাত হবে না। সে অনুযায়ী শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

এর আগে প্রতি বছরই ঈদ জামাতের একমাস আগে থেকেই প্রস্তুতিমূলক সভা ও মাঠের সংষ্কার কাজ হতো। এ বছর কোন সভা বা কোন ধরনের সংষ্কার কাজ হয়নি।

২০১৬ সালে ঈদুল ফিতরের দিন মাঠের কাছে জঙ্গি হামলা ঘটনার পর ঈদুল আযহায় কঠোর নিরাপত্তায় মধ্যে স্বল্প পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু শোলাকিয়া মাঠে ঈদ জামাত শুরু হওয়ার পর থেকে এবার প্রথম ঈদের জামাত হচ্ছে না ।

জনশ্রুতি আছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *