সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / রমজান মাসে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এমপি তৌফিকের ৪ টন খেজুর বিতরণ

রমজান মাসে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এমপি তৌফিকের ৪ টন খেজুর বিতরণ

টিটু দাস : মরুঅঞ্চলের ফল খেজুর। পুষ্টিমানে যেমন এটি সমৃদ্ধ, তেমনি এর রয়েছে অসাধারণ কিছু ঔষধিগুণ। চিকিৎসাবিজ্ঞানে বলা হয়েছে, সারা বছর খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রোজা শেষে ইফতারে এটি শুধু ক্লান্তি দূর করে না, বরং শরীরে প্রয়োজনীয় ভিটামিনেরও জোগান দেয়। তাই রমজান মাসে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ব্যক্তিগত উদ্যোগে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম এ তিন উপজেলার জনসাধারণের জন্য ৪ টন খেজুর বিতরণ করছেন।

এমপি তৌফিক মিঠামইনের কামালপুরের নিজ বাড়িতে উপস্থিত থেকে ইঞ্জিন চালিক ট্রলার ও ট্রাকযোগে খেজুরের সাথে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তিন উপজেলার ২৪টি ইউনিয়নের দরিদ্রদের বাড়ি বাড়ি এসব পাঠাচ্ছেন।

করোনাকালে এ পর্যন্ত এমপি তৌফিক ব্যক্তিগত উদ্যোগে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম এ তিন উপজেলার ২৪ টি ইউনিয়নের ১ হাজার বস্তা (প্রতি ৫০ কেজি) চাল, ১৫০ বস্তা ডাল, ৪ টন খেজুর, ১৫০ বস্তা আলু , ৮০০ লিটার সয়াবিন তেল ও সাবান বিতরণ করছেন।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, সরকারি সহায়তার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি যারা দিন মজুর, খেটে খাওয়া মানুষ তাদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *