সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার কোয়ারেন্টিনে

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার কোয়ারেন্টিনে

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় ১৪ জন চিকিৎসকের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সবাইকে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তাদের নিজ নিজ বাসভবনেই কোয়ারেন্টিনে থাকবেন। তাদের শূন্যতা পূরণের জন্য নতুন চিকিৎসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

মুজিবুর রহমান আরো বলেন, করিমগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের কাউকে চিকিৎসার দেওয়ার কারণে উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসকের স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটাও উপসর্গের কারণ হতে পারে।

এদিকে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসলিমা নূর হোসেন জানান, সকল ডাক্তারদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *