সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / শিক্ষকরা হচ্ছেন সমাজের রোল মডেল : এমপি তৌফিক

শিক্ষকরা হচ্ছেন সমাজের রোল মডেল : এমপি তৌফিক

টিটু দাস : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, শিক্ষকরা হচ্ছেন সমাজের রোল মডেল। কারণ মানুষ যেকোন সমস্যায় পড়লে আগে শিক্ষকদের কাছে গিয়ে সমাধানের চেষ্টা করে। তবে যেসব শিক্ষক সমাজের রোল মডেল হতে পারে না, তাদের শিক্ষকতার কোন মূল্য নেই।

আজ শনিবার দুপুরে ইটনা উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে ইটনা উপজেলায় দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চৌধুরী কামরুল হাসানকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইটনা উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

এমপি তৌফিক শিক্ষকদের ফাঁকিবাজি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকদের কাছ থেকে কোন ছাত্র যেন ফাঁকিবাজি না শিখে এবং শিক্ষকদেরও ফাঁকিবাজি থেকে দূরে থাকার আহ্বান জানান ।

উদাহরণ হিসেবে এমপি বলেন, আমি এক বর্ষায় দুপুর ১২টায় অষ্টগ্রাম উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখি বিদ্যালয় তালাবদ্ধ। দুপুর ১২ টায় বিদ্যালয় তালাবদ্ধ দেখে গ্রামের লোকজনদের জিজ্ঞেস করার সাথে সাথে একজন জানান ১০ মিনিট হলো শিক্ষক চলে গেছে। পরে জানতে পারলাম আজ স্কুলে কোন শিক্ষকেই আসে নাই ‌। এমপি তৌফিক শিক্ষকদের এরকম ফাঁকিবাজি থেকে দূরে থাকার আহ্বান জানান।

এমপি তৌফিক আরও বলেন, গত ২১ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের আয়োজনে বইমেলার উদ্বোধন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। তখন মঞ্চ থেকে সেখানের তৃতীয় সারিতে বসা অবস্থায় দেখলাম আমার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক খালেদা ইসলামকে। তখন আমি সাথে সাথে মঞ্চ থেকে নেমে গিয়ে ওনাকে সালাম করি। শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সম্পর্ক এরকম হতে হবে ‌।

সংবর্ধনা অনুষ্ঠানে দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান সম্পর্কে বলেন, ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকে কামরুল হাসানের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক । তারপর থেকে এখন পর্যন্ত সম্পর্কের অবনতি হয়নি।

উপজেলা শিক্ষা অফিসার মো. আকিকুর রেজা খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন, মহেশচন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) নজরুল ইসলাম ঠাকুর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. খায়রুল ইসলামসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *