সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জে বইমেলার উদ্বোধন করলেন এমপি তৌফিক

কিশোরগঞ্জে বইমেলার উদ্বোধন করলেন এমপি তৌফিক

নিজস্ব সংবাদদাতা : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিশোরগঞ্জে সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানসহ প্রমুখ।

এছাড়াও মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেলায় বইয়ের স্টলসহ ১১৯টি স্টল রয়েছে। মেলার প্রথমদিনেই নারী-শিশুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমাগম দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *