সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কুলিয়ারচরে মা সমাবেশ

কুলিয়ারচরে মা সমাবেশ

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় বুঝাতে উপজেলার আগরপুর ক্লাস্টার এ সমাবেশের আয়োজনে করে। এ অনুষ্ঠানে আগরপুর ক্লাস্টারের ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ২৭০ জন ছাত্র-ছাত্রীর মা অংশগ্রহণ করেন।

কুলিয়ারচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সুব্রত কুমার বণিক বলেন, মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন, একটি সুশিক্ষিত সন্তানের জন্ম দিতে। একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার ও প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তী শিক্ষার যত স্তর রয়েছে, তা জীবন-জীবিকা নির্ভর শিক্ষা। তাই একটি শিশুকে প্রাথমিক বিদ্যালয় থেকেই ভবিষ্যতের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেকটি মাকে এগিয়ে আসতে হবে।’

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহাবুব জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের, রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিনসহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- উত্তর গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নয়ন ও পীরপুর মাহবুবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আল হাসানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *