সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / সাবেক এমপিএ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মৃত্যু, রাষ্ট্রপতির শোক

সাবেক এমপিএ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মৃত্যু, রাষ্ট্রপতির শোক

নিজস্ব সংবাদদাতা : ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) ও মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওনার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সোমবার (৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে তাকে সেখানে ভর্তি করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়েসহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের শোলাকিয়া এলাকার বাগে জান্নাত কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *