সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

কিশোরগঞ্জে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ শহরের পরম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ তে অন্তর্ভুক্তি কিংবা কোনো নির্দেশনা না থাকায় ৩৫০০ জন শিক্ষক মানবেতর জীবনযাপন করছি। কিন্তু ডিগ্রি পদের ৩য় পদের শিক্ষকগণ নীতিমালা না থাকলেও এমপিওভুক্ত হতে পারছেন। এ নীতিমালা সংশোধন সংক্রান্ত ১৩টি প্রস্তাবনা ও সুপারিশ করছি। দ্রুত সময়ে আমাদের দাবিগুলো মেনে নিয়ে বৈষম্য দূর করার মাধ্যমে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

এ সময় বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ফজলুল করিম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, পৌর মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ সেলিম, রবিউল আউয়াল, বিল্লাল হোসেন, ওয়ালীনেওয়াজ খান কলেজের প্রভাষক নাহার সুলতানা ও হোসেনপুর মহিলা কলেজের প্রভাষক নয়ন হোসেনসহ বিভিন্ন কলেজের প্রভাষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *