সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মিঠামইনে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

মিঠামইনে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ডাঃ মোহাম্মদ শরীফ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ডাঃ ফাহমিদা সুলতানা, কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ রওশন আখতার জাহান, উপজেলা সহকারী ভূমি কমিশনার আলী নূর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল-শাফী ও সমীর কুমার বৈষ্ণবসহ প্রমুখ।

এ অনুষ্ঠানের আয়োজন করেন- উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এবং ব্যবস্থাপনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিট।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ এফপি) ডাঃ সুমাইয়া ফাজরিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *