সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জে ৪০০ পূজামণ্ডপে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

কিশোরগঞ্জে ৪০০ পূজামণ্ডপে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

নিজস্ব সংবাদদাতা : আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা সভা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাইন্স এর ড্রিল সেডে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের সভাপতিত্বে সভায় দুর্গোৎসব সফল করতে প্রতিটি মণ্ডপে বিপুল পরিমাণ র‌্যাব-পুলিশ-আনসার মোতায়েনের কথা জানানো হয়। এতে বলা হয় যে কোন পরিস্থিতিতে উৎসবের শান্তি-শৃংখলা বজায় রাখা হবে।
সভায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রতিটি মণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থাগ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হওয়ার পর থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রতিটি মণ্ডপ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সোপান, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, অধ্যাপক প্রাণেষ কুমার চৌধুরী, অধ্যক্ষ রবীন্দ্র নাথ চৌধুরী, এনআইআরইর সহকারি পরিচালক নূসরাত ইসলাম স্মৃতি প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ৪০০টি পূজামণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *