সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / প্রাক-মডেল কলেজ সনদ পেলেন ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ

প্রাক-মডেল কলেজ সনদ পেলেন ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ

নিজস্ব সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক Key Performance Indicators (KPI) এর ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ’ কে প্রাক-মডেল কলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশের ৮টি কলেজের মধ্যে রফিকুল ইসলাম মহিলা কলেজ এ প্রাক-মডেল কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) শনিবার ঢাকা সেগুন বাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত মডেল কলেজ প্রকল্পে প্রযুক্তি সহায়তা, পুস্তক ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে বর্তমানে ২২৬০টি কলেজ রয়েছে। সুনির্দিষ্ট কেপিআই -এর ভিত্তিতে বিচার-বিশ্লেষণ করে সারাদেশের সকল বেসরকারি কলেজমসূহের মধ্যে ৮টি কলেজকে ২০১৯ সালে “প্রাক-মডেল কলেজ” হিসেবে নির্বাচন করা হয়েছে। ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ এর মধ্যে একটি। বাকি ৭টি কলেজ হলো, ঢাকা কমার্স কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, উত্তরা বাংলা কলেজ, কুষ্টিয়া লালমনিরহাট দৌলতপুর কলেজ, বগুড়া সৈয়দ আহম্মেদ, টাঙ্গাইল সখিপুর রেসিডেন্সিয়াল মহিলা কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে মডেল কলেজ প্রকল্প সনদ গ্রহণ করেন ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ শরীফ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *