সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হত : এমপি তৌফিক

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হত : এমপি তৌফিক

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হত। কিন্তু ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন থমকে দিয়েছিল।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গুরুদয়াল সরকারি কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনবারের এমপি তৌফিক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। এর মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন মো. হাবিবুর রহমান, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমান আলী, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজাল, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পি.পি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দৌলন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, নারীনেত্রী বিলকিস বেগম, সাংবাদিক মনোয়ার হোসেন রনি ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমন।

এ অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও লেখক জাহাঙ্গীর আলম জাহান।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *