নিজস্ব সংবাদদাতা: প্রায় দশ ঘন্টা বন্ধ থাকার পর কিশোরগঞ্জের সাথে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে।
আজ রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত লোকাল ট্রেনের ইঞ্জিন উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ভোরে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন কিশোরগঞ্জ রেলস্টেশনে প্রবেশ মুখে হঠাৎ ট্রেনের ইঞ্জিনের বগি লাইনচ্যুত হয়। এতে করে কিশোরগঞ্জের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে সন্ধ্যা পৌনে সাতটার দিকে উদ্ধার কাজ শেষ করে পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।