সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কারাগারের যত অনিয়ম ফাঁস করলেন জেলার সোহেল রানা

কারাগারের যত অনিয়ম ফাঁস করলেন জেলার সোহেল রানা

ভৈরব প্রতিনিধি : দু’দিনের রিমান্ডে শেষে জেলার সোহেল রানা বিশ্বাসের কাছ থেকে রেলওয়ে পুলিশ পেল আরো চাঞ্চল্যকর তথ্য।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকালে ভৈরব রেলওয়ে থানার ওসি মো: আব্দুল মজিদ সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তুলে ধরেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি জানিয়েছেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে ২দিনের রিমান্ডে আনা হয়। সোহেল রানা তাঁর বিভিন্ন অপকর্মের কথা স্বীকার করেন। সোহেল রানা সে নিজে একজন মাদকসেবী, কারাগারের অধিকাংশ দায়িত্বপ্রাপ্তরাও মাদক সেবনে জড়িত রয়েছে। বিভিন্ন সময় তারা মাদক সেবন করার কারণে টালমাতাল অবস্থায় থাকতো। জেলার সোহেল রানার সাথে কয়েদী, কারারক্ষী সহ কারাগারের উর্দ্ধতন কর্মকর্তারা সিন্ডিকেটের মাধ্যমে ঠিকাদারদের খাদ্য সরবরাহ পিকাপ ভ্যানে পেঁয়াজ, রসুন ও সবজির বস্তার ভিতরে করে বন্দীদের কাছে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য পৌঁছার পর কয়েদীদের মাধ্যমে বন্দীদের কাছে বিক্রি করা হতো। মাদক বিক্রির টাকা স্টাফসহ কারাগারের সকল কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বন্টন করত।

এছাড়াও বন্দীদেরকে জিম্মি করে কাশিমপুর কারাগারে পাঠানোর হুমকি দিয়ে টাকা সংগ্রহ করা হতো। করা অভ্যন্তরে বন্দিরা টাকা দিলে বিনাশ্রম কারাদন্ড হয়ে যেত সশ্রম ও টাকা না দিলে বিনাশ্রম কারাদন্ড হয়ে যেত সশ্রম। অন্যদিকে বন্দীদের যারা টাকা দিত তাদেরকে রাতে রাখা হতো হাসপাতালের বেডে। টাকা না দিলে ১শ থেকে দেড়শ বন্দীকে একসাথে রাখা হতো ১২ ফুটের একটি কক্ষে।

ওসি জানান জেলার পুলিশের কাছে আরো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। কারাগারে বিভিন্ন অপকর্মে জড়িতদের অনেকের নামও প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে ওই নাম গুলো আপাতত প্রকাশ করছে না পুলিশ।

গত শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে ফেন্সিডিল, নগদ অর্ধকোটি টাকা ও বিভিন্ন ব্যাংকের চেক-এফডিআর সহ আটক হওয়া সোহেল রানার বিরুদ্ধে রেলওয়ে থানার এসআই আশরাফ উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য ও মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করেন। ওই মামলা দুটির মধ্যে মানিলন্ডারিং আইনের মামলাটি তদন্ত করবে দুদক এবং অপর মাদক আইনের মামলাটির তদন্ত করছেন রেলওয়ে পুলিশ। তদন্তের প্রয়োজনে রেলওয়ে পুলিশ বিজ্ঞ আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে কিশোরগঞ্জ বিচারিক আদালত-২ এর হাকিম ইকবাল মাহমুদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *