সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / করিমগঞ্জে জোড়াখুন মামলায় চার আসামিকে মৃত্যুদন্ড ও ২১ জনকে যাবজ্জীবন কারাদন্ড

করিমগঞ্জে জোড়াখুন মামলায় চার আসামিকে মৃত্যুদন্ড ও ২১ জনকে যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের করিমগঞ্জে চাঞ্চল্যকর জোড়াখুন মামলায় চার আসামিকে মৃত্যুদন্ড এবং ২১ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাং আবু তাহের আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, আলআমিন, মিজানুর রহমান, নাজমুল ও স্বপন মিয়া।

মামলার বিবরণে জানা গেছে, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালের ২৪ আগষ্ট সকালে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের লাখপুর গ্রামের মো. কুবেদ ও তার ভাতিজা জাকারুল পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা হাসপাতালে কুবেদ ও ঘটনার দুই দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জাকারুলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত কুবেদের স্ত্রী সুজাতা আক্তার বাদী হয়ে করিমগঞ্জ থানায় ২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়েল করেন। দীর্ঘ তদন্ত শেষে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মুর্শেদ জামান ২০১৪ সালের ২১ আগস্ট আদালতে ২৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন, রাষ্ট্রপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *