সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / ব্রাহ্মণবাড়িয়া / ব্রাহ্মণবাড়িয়ায় ১১৬২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ১১৬২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভৈরব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার কড়ইকান্দি ফেরীঘাট এলাকায় থেকে ১১৬২০ পিস ইয়াবা ও ১টি পিকআপস ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।

আজ মঙ্গলবার ভোর রাতে বাঞ্চারামপুর উপজেলার কড়ইকান্দি ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করেছে র‌্যাব ।
আটকৃতরা হলেন , মাদারিপুর জেলার রাজৈর থানার দিগলা কাশিমপুর এলাকার মৃত ইছাহাক মিয়ার ছেলে চালক মোঃ নুরুজ্জামান (২৯) ও মৃত ইউনুস ফারুক এর ছেলে মোঃ আক্তার হোসেন (২৩) ।

ভৈরব র‌্যাব সুত্রে জানা যায় , একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা হয়ে বাঞ্ছারামপুর দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের আটক করে । মাদক ব্যবসায়ীরা ১ টি নীল রংয়ের ঢাকা মেট্রো-ন-১৭-২৫৬৫ পিকআপে করে মাদক মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং বর্তমানে কড়ইকান্দি ফেরীঘাট এলাকায় অবস্থান করছে। ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল কড়ইকান্দি ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ১টি পিকআপসহ ২ জনকে আটক করে। আটককৃত পিকআপটি তল্লাশী করে ১১৬২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৩ লাখ ৪৮ হাজার টাকা। র‌্যাব-১৪,কোম্পানী অধিনায়ক মোঃ মাহফুজুর রহমান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সনের (সংশোধনী ২০০৪) এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(খ)/২১/২৫ ধারা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *