সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / সুনামগঞ্জ / দেশ এখন উন্নয়নের মহাসড়কে হাটছে- নজিবুর রহমান

দেশ এখন উন্নয়নের মহাসড়কে হাটছে- নজিবুর রহমান

 

সুনামগঞ্জ সংবাদদাতা : প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান বলেছেন, স্বাধীন দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে হাটছে।

শুক্রবার সকালে ছাতক উপজেলার ইসলামপুর নিজ গ্রাম গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিফজুর রহমান মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেএ এ সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ২০৪১ সালে মধ্যে উন্নত একটি দেশে পরিণত করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তিনি। তিনি ব্যক্তি স্বার্তেও উর্ধ্বে ওঠে কাজ করে যাচ্ছেন। তারা সাথে কাজ করার সুবাধে আমি দেখতে পাই যে দেশের মানুষের উন্নয়নে উনার কতটুকু চিন্তা।
দেশকে এগিয়ে নিতে যা যা করা দরকার তার সব কিছুই তিনি করছেন।

মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুর রহমান ছাদিক ।
পরে জুম্মার শেষে উপজেলা অডিটোরিয়ামে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ভাতাপ্রাপ্ত উপকারভোগী, মিডিয়াও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

এ সময় সকলের কথা শুনেন ও বিভিন্ন সমস্য সমাধানের আশ্বাস দেন।
বিকেলে ছাতক পৌরসভার নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তÍর স্থাপন করেন তিনি মুখ্য সচিব নজিবুর রহমান।

ছাতক পৌরসভা আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন তিনি।
ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মূখ্য সচিবের সহধর্মিনী নাজমা রহমান, সিলেট অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনালকান্তি দে, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, মূখ্য সচিবের একান্ত সচিব শামসুল ইসলাম, পুলিশ সূপার বরকত উল্লাহ খান, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারি পুলিশ সুপার দোলন মিয়া, সহকারি ভূমি কর্মকর্তা সোনিয়া সুলতানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *