সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / আদমপুরে অগ্নিকান্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

আদমপুরে অগ্নিকান্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অগ্নিকান্ডে ১৫ টি বসত ঘর ও ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৭ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে ।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত শনিবার রাতে আদমপুর বাজারের দক্ষিণ দিকে জামালের বসত ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে আশে পাশে বসতঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় ১৫টি বসত ঘর ও ১২ টি গুডাউনসহ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ খবর শুনে গতকাল শনিবার (১৮ মার্চ) দুপুরে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাওর বাংলা ডটকমকে তিনি বলেন, আগুনে ১৫টি বসত ঘর ও  গুদামসহ  ১২টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে তিনি বলেন, অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাওরবাংলা/টিডি/আইএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *