সর্বশেষ

ফাগুনের পরশে

মোঃ আবদুস সালাম

ঋতুরাজ বসন্তের প্রারম্ভ লগনে
নব উদ্যমে চঞ্চল প্রকৃতি মননে ।
যৌবতী বসুধা সাজে বাসন্তী ভূষণে
তাঁরা শশী পুলকিত উজ্জ্বল গগণে ।
মনোপ্রাণ উচাটন ফাল্গুনী পবনে
জাগে প্রাণে প্রেমাবেশ উচ্ছল দ্বি-গুণে ।
নবীন পত্র পল্লবে তরু সুশোভিত
কাননে কাননে নব পূষ্পে সুবাসিত ।
নানা রূপ প্রজাপতি শৈল্পিক পালকে
ডানা মেলে উড়ে চলে রঙ্গিন ঝলকে ।
প্রেমাবেশে মধুকর ছোটে বনে বনে
গুন গুনে প্রেম গীত গায় কলি সনে ।
শিমুলের মুগ্ধতায় কোকিলের প্রাণে
মুখরিত চারদিক কুহু কুহু গানে ।
কুহেলিকা নাশে রবি উচ্ছল কিরণে
প্রাণোচ্ছল জ্যোতি দানে সৃষ্টির পরাণে ।
ফাগুন পরশে জাগে রূপের ধরণী
রূপ রসে মহিমায় রূপসী তরুণী ।
সবুজের অপরূপ শোভা মনোহারি
বঙ্গ মাতা যেন এক ষোড়শী কুমারী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *