সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / বিএনপি কোনো আদর্শিক দল নয় : শিক্ষা উপমন্ত্রী নওফেল

বিএনপি কোনো আদর্শিক দল নয় : শিক্ষা উপমন্ত্রী নওফেল

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি কোনো আদর্শিক দল নয়। তারা ক্ষমতায় এসে নিজেদের পকেট ভারি করেছে। লুটপাট, দুর্নীতি করেছে। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা।

তিনি বলেন, সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। না হয় সরকারের সুনাম ও অর্জন রক্ষা করা যাবে না। তাই শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে হবে। আর দলের ভেতরে কেউ যাতে ঘাপটি মেরে থেকে দলের অর্জন বিনষ্ট করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতার বিষয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করতে ডান ও বাম দুষ্কৃতিকারীরা অপপ্রয়াস চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখন দেশ ও দেশের মানুষ ভালো থাকে।

দীর্ঘ ২৭ বছর পর শুরু হওয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ অনুষ্ঠানের প্রধান অতিথি।

এর আগে সোমবার (১১ নভেম্বর) সকালে বাজিতপুর সরকারি কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও শান্তির সাদা কবুতর উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান।
সম্মেলনের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক।

বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারোয়ার আলম, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা শাহজাহান কবীর প্রমুখ।

এদিকে, সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উৎসবের আমেজ। প্রার্থীদের পোস্টার-ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। শহরের বিভিন্ন সড়কে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ স্থানীয় নেতাদের বড় সাইজের ছবি সাঁটানো হয়।

সম্মেলনের প্রথম পর্ব শেষে উদ্বোধনী অনুষ্ঠানের পর দলীয় কার্যালয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়। ওই সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনকে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।

পরে কাউন্সিলররা ভোটের মাধ্যমে আব্দুল্লাহ আল মামুনকে  সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *