সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস এলাকা পরিদর্শনে যান রাষ্ট্রপতি।
সেনানিবাস এলাকায় পৌঁছুলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী রাষ্ট্রপতিকে স্বাগত জানান ।
পরে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয় ।

রাষ্ট্রপতি স্পিড বোটে করে সেনানিবাস এলাকা ঘুরে দেখেন।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন।

পরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অষ্টগ্রাম-বাজিতপুর সাবমার্সেবল সড়কের সবুরের ভাঙা নদীর উপর নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *