সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন

সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন

নিজস্ব সংবাদাদাতা : কিশোরগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেছে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শাহ আজিজুল হক, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংরক্ষিত এমপি দিলারা বেগম আসমা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. আবদুল মান্নান, সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ফারুকী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আতাউর রহমান এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভূপাল নন্দী।

সপ্তাহব্যাপী সুবর্ণজয়ন্তী মেলায় সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের মোট ১১০টি স্টল দেয়া হয়েছে।

এছাড়া বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনীরও উদ্বোধন করা হয়।

পরে স্টেডিয়ামের সামনে ৫০টি জাতীয় পতাকা বহনকারী ৫টি ট্রাক দিয়ে সুবর্ণজয়ন্তী র‌্যালির উদ্বোধন করেন তিনি।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০২ পাউন্ডের বিশাল কেক কাটা হয়।

এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সেখানে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *