সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জে ৭৯ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন

কিশোরগঞ্জে ৭৯ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা : নিজ জেলা কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে ৭৯ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন করা হয়। এ সময় রাষ্ট্রপতির মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন উপস্থিত ছিলেন।

বিকেল ৫টায় জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। কেক কাটা ছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনায় সভায় বক্তব্য দেন—কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এমএ আফজলসহ প্রমুখ।

বক্তারা বলেন, ‘স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি হাওর এলাকার মানুষ। তার হাত ধরে হাওর এলাকার আর্থ-সামাজিক অবস্থা পাল্টে গেছে। কিশোরগঞ্জসহ হাওরবাসী তাকে যুগ যুগ মনে রাখবে।’

অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার নারী-পুরুষ যোগ দেন।
সন্ধ্যা হতেই আতশবাজির আলোয় আলোকিত হয়ে উঠে পুরাতন স্টেডিয়াম। এছাড়া রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা।

এছাড়া, দুপুরে কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজের আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে রাষ্ট্রপতির জন্মদিন পালন করা হয়।

১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন মো. আবদুল হামিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *