সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / জাতীয় / ‘মাইকিং করে পুলিশের আত্মরক্ষার কৌশল অপেশাদার’ : আইজিপি

‘মাইকিং করে পুলিশের আত্মরক্ষার কৌশল অপেশাদার’ : আইজিপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা পুলিশ কেন নিয়ন্ত্রণ রাখতে পারেনি সেটা দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। পাশাপাশি মাইকিং করে পুলিশের আত্মরক্ষার কৌশলকে অপেশাদারি আচরণ বলে উল্লেখ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা জানান। অপেশাদার পুলিশের দরকার নেই বলেও তিনি জানান।
প্রেস ব্রিফিংয়ের শুরুতে প্রেস ক্লাব ও সুর সম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গনকে অনুদান দেন আইজিপি। এর আগে তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন।

আইজিপি বলেন, যে তাণ্ডব চালানো হয়েছে এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নাই। আমি চাই সবার মাঝে শুভ বুদ্ধির উদয় হোক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত করার পর তাদের প্রত্যকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭৪টি মাদরাসা রয়েছে। এলাকার লোকজনই এর খেদমত করছেন। এখন খেদমত করতে গিয়ে প্রতিশোধের শিকার হচ্ছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *