সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কটিয়াদীতে মাটির নিচ থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

কটিয়াদীতে মাটির নিচ থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজ বাড়ির আঙিনা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মুদি দোকানি আসাদ মিয়া (৪৫), তার স্ত্রী পারভীন (৩৮) ও তাদের ছোট ছেলে লিয়ন (১১)। জমি নিয়ে বিরোধে তাদেরকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।  এ ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার জামষাইট গ্রামে।

পুলিশ জানায়, জামষাইট গ্রামের মুদি দোকানি আসাদের সাথে জমি নিয়ে তার ছোট ভাই লিটনের বিরোধ ছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। বুধবার রাতে আসাদ, তার স্ত্রী পারভীন ও ছোট ছেলে লিয়ন বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়। আসাদের মেঝো ছেলে মোফাজ্জল আজ বৃহস্পতিবার বিকালে বাড়িতে গিয়ে বাবা, মা ও ছোট ভাইকে না পেয়ে থানায় গিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ আসাদের বাড়িতে গিয়ে মাটি চাপা দেওয়া অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে (এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সোয়া ১০টা উদ্ধার অভিযান চলছে)। এ ঘটনায় আসাদের ছোট ভাই লিটনকে আটক করে পুলিশ।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধে লিটনই তাদেরকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রেখেছে বলে স্বীকার করেছে বলে ওসি জানিয়েছেন। খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ঘটনাস্থলে ছুটে যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *