সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / জাতীয় / অষ্টগ্রামে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

অষ্টগ্রামে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সোমবার (২৬ মার্চ) হাওরের অষ্টগ্রাম উপজেলায় দিনব্যাপী ব্যাপক কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়। সকালে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সকাল সোয়া ৮টার দিকে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শুদ্ধ উচ্চারণে একসঙ্গে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে একই স্থানে আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

পরে এমপি তৌফিক প্যারেড পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আফতাব উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজের অধ্যাপিকা ও নারীনেত্রী সৈয়দা নাসিমা আক্তার রীতা, বাংলাদেশ মৎসজীবি সমবায় সমিতির সভাপতি এ এফ মাসুক নাজিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদসহ প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশাল র‌্যালি উপজেলা চত্বর থেকে অষ্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *