সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / স্বাস্থ্য-শিক্ষা / সৈয়দ নাজমুল হুদার পিএইচডি ডিগ্রি অর্জন

সৈয়দ নাজমুল হুদার পিএইচডি ডিগ্রি অর্জন

নিউজ ডেস্ক : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সহকারী অধ্যাপক সৈয়দ নাজমুল হুদা পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন।
‘ইম্প্যাক্ট অফ অনলাইন ব্যাংকিং অফ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস্ ইন বাংলাদেশ: এন ইভালুয়েশন’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য এই ডিগ্রি অর্জন করলেন সৈয়দ হুদা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২২ তম একাডেমিক কাউন্সিল ও ২৫৪ তম সিন্ডিকেট সভায় তাকে এ ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সৈয়দ হুদার এই গবেষণাকর্মে তত্ত্বাবধায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মো. শাহ আলম।
এ বিষয়ে ড. মো. শাহ আলম বলেন, এই গবেষণা ব্যাংকিং ক্ষেত্রে হিসাববিজ্ঞানের প্রভাবসহ গ্রাহকদের সঙ্গে ব্যাংকিং যোগাযোগে বিশেষ ভূমিকা রাখবে।
ড. হুদার জন্ম নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে। ওই গ্রামের আলহাজ্ব সৈয়দ আলী হাসান ও সৈয়দা নাজমা হাসানের প্রথম সন্তান। লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমি থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন তিনি। পরে যশোর ক্যান্টমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন।
এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিসহ দেশি-বিদেশি ২১টিরও বেশি জার্নালে প্রকাশনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *