সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / অর্থ-বাণিজ্য / শিল্পখাতে সরকারের সফলতা

শিল্পখাতে সরকারের সফলতা

নিউজ ডেস্ক : এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থনৈতিক অগ্রগতির প্রতিটি স্তরেই বর্তমান সরকার উন্নয়নের মহাসড়কের পরিসরে আনতে সক্ষম হয়েছে। যা ক্রমেই বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ছে। সরকার বিভিন্ন খাতকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যে শিল্প খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ উল্লেখযোগ্য।
বর্তমান সরকার শিল্পের অগ্রসরতায় শিল্পনীতি-২০১৬ প্রণয়ন করেছে। এছাড়া ট্রেডমার্ক (সংশোধন) আইন-২০১৫ প্রণয়ন করেছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিপুল অবদান রাখছে।
৮টি ইপিজেডে সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত পুঞ্জিত রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬১ হাজার ০৪৯.৪৯ মিলিয়ন মার্কিন ডলার; বিনিয়োগ হয়েছে ৪ হাজার ৪২৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার; বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৪৪৩ জনের, যার মধ্যে ৬৪ শতাংশ নারী। চালু হয়েছে ৪৬৫টি শিল্প। ২০১৬-১৭ অর্থবছরে বেপজার আওতাধীন ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহে ২৬ হাজার ৬৩৮ বাংলাদেশি শ্রমিকের প্রত্যক্ষ শিল্পায়ন এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এতে ১ কোটির বেশি লোকের কর্মসংস্থান হবে।
বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার উদ্দেশে যুগোপযোগী ‘রপ্তানি নীতি ২০১৫-১৮’প্রণয়ন করা হয়েছে। ২০১৬ অর্থবছরে বাংলাদেশ ১৯৯টি দেশে ৭৪৪টি পণ্য রপ্তানি করে ৩৪ হাজার ৮৩৫ মিলিয়ন ডলার আয় করেছে।
২০১৬-১৭ অর্থবছরে বিজেএমসি’র পাটজাত দ্রব্য রপ্তানির পরিমাণ ৮৮ হাজার ৫১৩ মেট্রিক টন এবং মোট রপ্তানি আয় ৭৯০ কোটি ২৯ লাখ টাকা।
২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ হয়েছে ২২৩ কোটি ডলার। বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ বছর ২০০৬ সালে যা ছিল মাত্র ৪৫.৬ কোটি মার্কিন ডলার। ২০১৬ সালে মোট এফডিআই এসেছে ২৩৩ কোটি ৩০ লাখ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *