সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / জাতীয় / বঙ্গবন্ধুর সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

হাওর বাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।  শনিবার (১৭ মার্চ ) সকাল ১০টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।  এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে।  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহা পাঠ করেন। তারা বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।  পরে রাষ্ট্রপতি সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর আওয়ামী লীগের পক্ষে দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।  এ সময় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।  এরপর  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের সহযোগী, অঙ্গ, ভাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি জম্মদিনের শ্রদ্ধা নিবেদন করা হয়।  জাতির জনকের ৯৮তম জন্মদিনে শ্রদ্ধা জানাতে শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছেন। ১০টার কিছুক্ষণ পর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ পৌঁছলে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।  এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ধীর পায়ে সমাধিসৌধের বেদীর দিকে এগিয়ে যান।  বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে সারা দেশে। দিনটি পালনোপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনও নানা আয়োজন করেছে।  প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত সফরসূচিতে বলা হয়, বেলা ১১টায় রয়েছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশ প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা।  আলোচনা সভা শেষে দর্শক সারিতে বসে প্রধানমন্ত্রী শিশু কিশোরদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।  এরপর সেখানে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত গ্রন্থ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  তারপর প্রধানমন্ত্রী সেলাই মেসিন বিতরণ ও  ‘উঠব জেগে, ছুটব বেগে’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন।  এছাড়া প্রধানমন্ত্রী শেখ রসেল স্মারক ডাক টিকেট অবমুক্ত এবং আমাদের ছোট রাসেল সোনা শিশু গ্রন্থের মোড়ক উম্মোচন করবেন। পরে তিনি শিশুদের আঁকা আমার ভাবনায় ৭ মার্চ শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। বিকালে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন বলে সফরসূচিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *