সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / জাতীয় / উঠল পদ্মা সেতুর তৃতীয় স্প্যান

উঠল পদ্মা সেতুর তৃতীয় স্প্যান

হাওর বাংলা ডেক্স : পদ্মা সেতুর তৃতীয় স্প্যান বসানো হয়েছে, যার মধ্য দিয়ে দৃশ্যমান হল মূল সেতুর ৪৫০ মিটার কাঠামো। রোববার ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের ওপর তৃতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) ৭সি স্থাপন করা হয় বলে সেতু প্রকল্পে দায়িত্বে থাকা প্রকৌশলীরা জানিয়েছেন। সকাল ৬টা থেকে স্প্যান বসানোর কাজ শুরু হয়। ৯টার দিকে পিয়ারের ওপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রায় অর্ধ কিলোমিটার সেতু।  এর আগে শনিবার বিকালে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ৩৯ ও ৪০ নম্বর পিয়ার এলাকায় নিয়ে আসা হয়। প্রকৌশলীরা জানান, স্প্যান ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের সামনে পজিশন অনুযায়ী আনা হয়। এরপর লিফটিং ক্রেনের সাহায্যে অস্থায়ী বেয়ারিংয়ের ওপর রাখা হয়েছে স্প্যানটিকে। তবে স্থায়ীভাবে বসতে কয়েকদিন সময় লাগবে।  এর আগে ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারে দুটি স্প্যান বসানোর মাধ্যমে ৩০০ মিটার কাঠামো দৃশ্যমান হয়। প্রথম স্প্যানটি গত ৩০ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি গত ২৮ জানুয়ারি পিয়ারে বসানো হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিয়ারের ওপর বসবে ৪১টি স্প্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *