সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / জাতীয় / যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

হাওর বাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব (ডিপিএস) আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

১২ দিনের চিকিৎসা সফর শেষে বুধবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

রাষ্ট্রপতি মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৭ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি (৭৪) দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

এ সময় রাষ্ট্রপতির সফর সঙ্গী ছিলেন- রাষ্ট্রপতির সহধর্মিণী মিসেস রাশেদা খানম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *