সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / জাতীয় / সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। পৌর এলাকার ২৩টি কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ শুরু হয়েছে।

নির্বাচনে অংশ নিয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাদের বখত, বিএনপি মনোনিত প্রার্থী সাজাউর রাজা সুমন ও স্বতন্ত্র প্রার্থী গনিউল সালাদিন।

৯টি ওয়ার্ডের ২৩ কেন্দ্রে ভোটার সংখ্যা ৪২ হাজার ৩২২জন ভোটার। নির্বাচনে স্বচ্ছতা বজায় রেখে কঠোর থাকার কথা জানিয়েছেন রিটানিং কর্মকর্তা।

এ দিকে সকাল থেকে মূষল ধারে বৃষ্টি হওয়ার কারণে ভোটার উপস্থিতি প্রায় শুন্যেও কোটায় রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা। এবার পৌর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৪২ হাজার ৩শ ৭২ জন ভোটার।

যে কোন ধরণের অপ্রতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা রিটানিং কর্মকর্তা আব্দুল মোতালেব বলেন, এখন পর্যন্ত শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। তবে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম অনেকটাই কম।

উল্লেখ যে, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল বিগত ১ ফেব্রুয়ারী মৃত্যু বরণ করলে এ পদটি শুন্য হয়।

পরে ২২ ফেব্রুয়ারি পৌর নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *